Wednesday, 21 May 2014

কিছু স্মৃতি

দেবাশীস চৌধুরী দেবঃ
যায়গাটা আমাদের মত ছন্নছাড়াদের জন্য বিশেষ আকর্ষণের। পিছনের কারণও প্রচুর। 
আমাদের কতশত ইতিহাসের স্বাক্ষী হয়ে গেছে যায়গাটা। প্রেম নিবেদন, ফাটা প্রেম জোড়া লাগানো, প্রেমের সমাপ্তি, ডেটিং (মাইনষের), ডিটিং দেখা (মূলত জ্বালানো), ঝগড়া, জন্মদিনের পার্টি, কি করি নাই এই যায়গাটায় বসে!! যখনই ফাঁকা সময় পেয়েছি প্রকৃতি (!!!) আমাদের টেনে নিয়ে গেছে। 
সেদিনও বসলাম দলবল নিয়ে। একখান (আসলে অনেকগুলা, সবাই ভিন্ন ভিন্ন পোস নিয়া) ফটুও খিঁচা হল। আর ক্যামেরা লম্বুর ( Anik) গলায় ছিল।

No comments:

Post a Comment