Wednesday, 28 May 2014

ফটোগ্রাফি আসলে কি? চলুন জেনে আসি

ফেসবুকে হাজার হাজার ফটোগ্রাফি দেখা যায়। কোনো কোনো ফটো দেখে চোখ মাথায় উঠে যায়। কিভাবে তুললো ছবিটা! এরকম পরিবেশ/ সিচুইয়েশন পায় কোথায়? কিছু ফটো দেখে তাজ্জব বনে যাওয়ার পর জিজ্ঞাসা করলে অনেকে বলে বসে এটাও ফটোগ্রাফি কিন্তু ছবির এই অংশ আর্টিফিশিয়াল বা এই ছবি মেনুপুলেশন, কমপজিশন করা। আর তখনই আমরা কনফিউশনে পরি তাহলে এগুলাও কি ফটোগ্রাফি না অন্য কিছু?
এবার google মামার সাহায্য নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করিঃ
প্রথমেই " Pure photography " বা " straight photography" কি ?
এইটা বোঝার জন্য Wiki থেকে পাওয়া এই দুইটা লাইনই যথেষ্ট - 
" Pure photography or straight photography refers to photography that attempts to depict a scene as realistically and objectively as permitted by the medium, renouncing the use of manipulation. Pure photography is defined as possessing no qualities of technique, composition or idea, derivative of any other art form."
নিশ্চয়ই বুঝতে পারছেন। পিওর ফটোগ্রাফি হলো আপনি একটা দৃশ্যকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলবেন যেখানে ছবির কোয়ালিটি উন্নতি করার জন্য মেনুপুলেশন বা কমপজিশন তো দূরের কথা কোনো প্রকার টেকনিক/সফটওয়্যার ব্যাবহার করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা পিওর ফটোগ্রাফি না।

* তাহলে কোনো এডিটই করা যাবেনা ? কালার/কনট্রাস্ট/লাইট অ্যাডজাস্ট ও করা যাবে না? 
- না যদি আপনি পিওর ফটোগ্রাফি করতে চান তাহলে এগুলো আপনি পারবেন না। ক্যামেরা দিয়ে যা পাবেন ঐ টাই আপনাকে শেয়ার করতে হবে।
* আপনি বলতে পারেন কালার/কনট্রাস্ট/লাইট অ্যাডজাস্ট/ইফেক্ট সবাই দেয়! 
হ্যাঁ সবাই দেয় (আমি নিজেও করি এগুলো) কিন্তু আপনি/আমরা এগুলো করে পিওর ফটোগ্রাফিকে দূষিত ছাড়া কিছুই করছি না।
কিন্তু বর্তমানে অধিকাংশ বড় বড় ফটোগ্রাফাররা এই কাজটা করে বলে (কালার/কনট্রাস্ট/লাইট অ্যাডজাস্ট) সর্বজন স্বীকৃতি হিসেবেই ধরা হয়।
কিন্তু আপনি ফটো মেনুপুলেশন বা কমপজিশনকে এতো সহজে ফটোগ্রাফি বলতে পারবেন না।
যদি বলেন তাহলে বলবো Wiki তে গিয়ে ফটো মেনুপুলেশন বা কমপজিশন এর ব্যাপারে একটু পড়ালেখা করুন।
** ফটো কমপজিশনঃ
ফটো কমপজিশনের ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা আপনার ফটোগ্রাফি কিন্তু আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এই ক্ষেত্রে আপনাকে আপনার তোলা একটা ফটো এর উপর কমপজিশন করতে হবে। কোনো জায়গা থেকে একাধিক ফটো কপি করে কমপজিশন করে নিজের ফটোগ্রাফি বলতে পারবেন না। 
(একটু নেট ঘাঁটলেই জানতে পারবেন)
আপনি গুগল থেকে একটা ছবি নিলেন, তারপর আরেকটা ছবি নিলেন, এক জায়গার ফুল আরেক জায়গার পাখি নিয়ে ফটোশপে জোড়া দিলেন, অভারলেপ করলেন, কম্পজিসন করলেন সেটাকে আপনি কোনোভাবেই নিজের ফটোগ্রাফি বলতে পারবেন না। আপনি ছবির মাঝে নিজের নামে "অমুক ফটোগ্রাফি" বসাতে পারবেন না। আপনাকে অবশ্যই বলতে হবে এটা কম্পজিসন করা ফটো । আর যদি বসান তাহলে সব বড় বড় ফটোগ্রাফাররা গাধা ছাড়া কিছুই না 
কারণ ও উদাহরণ বলি, আপনি ওয়াইল্ড লাইফ নিয়ে কিছু ডকুমেন্টারি দেখলে বুঝতে পারবেন, একটা ছবি তোলার জন্য একজন ফটোগ্রাফার কতো কষ্ট করে। একজন ফটোগ্রাফার দুটি পাখির মিলন এর ছবি তোলার জন্য গাছের উপর কয়েক সপ্তাহ বসে থাকে, মাছরাঙ্গার ছবি তোলার জন্য পানির ভিতর বস্তা পড়ে বসে থাকে । 
ফটোগ্রাফি যদি জোড়া তালি দেওয়া ছবিই হতো তাহলে তারা গাছের উপর ও উঠত না, বা গাধার মত পানিতে ও বসে থাকতো না, CS5 ডাউনলোড করে জোড়া তালি দেয়া শুরু করতো। অতএব কমপজিশন করলে বলতে হবে এটা কমপজিশন করা ফটো ।
** এবার আসি মেনুপুলেশন (manipulation) এর কথায় -
Wiki থেকে -
"Photo manipulation (also called photoshopping or—before the rise of Photoshop software—airbrushing) is the application of image editing techniques to photographs in order to create an illusion or deception (in contrast to mere enhancement or correction) after the original photographing took place."
এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই illusion বা একটা অবস্থানে আনতে হবে (Manipulation লিখে সার্চ দিন ক্লিয়ার হবেন)।
আপনি কখনই এটাকেও এতো সহজে ফটোগ্রাফির কাতারে ফালাতে পারবেন না ।
এক ধরনের মেনুপুলেশন করা হয় যেইটা বিভিন্ন জায়গার ছবি নিয়ে ফটোশপে একাধিক লেয়ার ইউস করে, বিভিন্ন কাজ করার পর একটি ভিন্নধর্মী Illusion তৈরি করা হয়। এটা ফটোগ্রাফি রিলেটেড কিছু না।
আরেকটি হলো কোনো তোলা ছবির উপর মেনুপুলেশন। এক্ষেত্রে আপনি মেনুপুলেশন করলে আপনাকে অবশ্যই আপনার তোলা একটা ফটো এর উপর কাজ (manipulate) করতে হবে এবং আপনাকে বলতে হবে Manipulation Photography শুধু ফটোগ্রাফি বলাটা অসম্ভব।
গ্লামার ফটোগ্রাফিতে মেনুপুলেশন করা হয় সেটাও কোন ছবি তোলার পর করা হয়। 
আর Manupulate করা ফটো দেখলেই বুঝতে পারা যায় ফটোগ্রাফি আর মেনুপুলেশন এর পার্থক্যটা কোথায়।
অনেক আর্ট ওয়েবসাইটে Photo manipulation Photography আলাদা ক্যাটাগরি রয়েছে। এর মানে অনেক স্পেশালিষ্ট এই দুটোকে পুরো আলাদাই বিবেচনা করেন।
* আরেকটা উদাহরণ বলি কেন এতো সহজে মেনুপুলেশন করা ফটোকে Photography বলতে পারবেন না,
কারণ আপনি কোনো Manipulation করা ওয়েবসাইটে কোথাও লেখা পাবেন না বা বলা নাই Manipulation >> "" Photography "" . 
এমনকি আপনি কোন বড় ফটোগ্রাফার এর ফ্লিকারস আইডিতে কোথাও Manupulate করা ছবির মধ্যে লেখা পাবেন না " অমক Photography " 
অতএব আপনাকে অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে আপনি আসলে কি করেছেন।
** পরিশেষে কিছু কথা বলি,
বর্তমানে ইচ্ছা করলেই মানুষ google থেকে ছবি নিয়ে একটু এডিট করে কিছু অংশ সরিয়ে কিছু অংশ জোড়া দিয়ে নিজের ফটোগ্রাফি নামে চালিয়ে দিতে পারে । এগুলা সফটওয়্যার এর অপব্যাবহার ছাড়া আর কিছু নয়।
নেট ঘাঁটলে লেখা পাবেন কোন ছবির উপর মেনুপুলেশন, কমপজিশন পিওর ফটোগ্রাফিকে শুধু দূষিতই করছে। কালো মডেলকে ফর্সা বানানো হচ্ছে, চিকনকে মোটা বানাচ্ছে সফটওয়্যার দিয়ে। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি নিয়ে মেনুপুলেশন বা কমপজিশন করা কোনো কাজের কাতারেই পড়ে না ফটোগ্রাফি তো দূরের কথা। 
নিশ্চয়ই মেসির সাথে দেখা করে তার সাথে ছবি তোলা আর ফটোশপ দিয়ে মেসির পাশে নিজেকে জোড়া দেওয়া এক না 
ফটো এডিট করে কালার/কনট্রাস্ট/লাইট/ফোকাস অ্যাডজাস্ট করা একটা কমন জিনিস হলেও একজন ভালো ফটোগ্রাফার হতে হলে ক্যামেরার ব্যাবহার শিখতে হবে । ক্যামেরার মাদ্ধমেই কালার/লাইট/ফোকাস অ্যাডজাস্ট করে একটা ভালো ছবি তোলা একজন ভালো ফটোগ্রাফার এর বহিঃপ্রকাশ।

//লেখাঃ মাসুদ রানা এবং রাউফুল আলম মজুমদার//

No comments:

Post a Comment